পাতা:রজত-গিরি.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 AASAASAASAAASSS S S S S S S S S S S S S S রঞ্জত-গিরি। রাজকুমার। মোহিনী ললনে ওগো অপার-কুমারী ! পঙ্কজ-মুকুল সম ও তব কপোলে লজ্জার রাক্তম রাগ ঈষৎ বিকাশে ! পুৰ্ব্ব জন্মে পুণ্য যাহা করেছি সঞ্চয় তাহারই সুফল এই কহিমু তোমারে । তাহার কারণে দুই বিভিন্ন অদৃষ্ট এক স্বত্রে, এক গ্রন্থে, হতেছে বন্ধন । এখনো বিমুক্ত আমি—দাও অভিমতি— যখন বসিব ওগো পিতৃ-সিংহাসনে তুমি? বসিবে তাহে হয়ে রাজরাণী। দামিনী । কি ক’রে হইবে তাহ রাজপুত্র ওগো ! জাতিতে পৃথক্ মোরা—দুর-দেশবাসী, আকাশ-পাতাল-ভেদ আসা-তোমা-সনে । অপর-প্রদেশে জন্ম, জাতিতে অপসরা, রজ-গিরি-রাজা যিনি র্তাহারি দুহিতা । কেমনে মিলিব বল’ মৰ্ত্তা রাজা সনে, অধঃপাত হবে, মান খোয়াব তা হ’লে । অতএব রাজপুত্র করি অনুনয় —দাও ছেড়ে, যাই চলে পিতার আলয় ।