পাতা:রজত-গিরি.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । నిన —জটিল অরণা-মাঝে পড়ি আটকিয়া বহিরিতে করবেন বহু যোঝাবুঝি। এ র্যাড়া কাটিলে, উষ্ণ দ্রব ধাতু-স্রোত পুন আটকিবে পথ, তার মধ্য হতে ভীম সপদৈত্য এক তুলিবেক ফণ, পা দিয়া তাহারে যেন কলেন দলন । হয়ে পরাভূত দৈত্য, যন্ত্রণার দায়ে এলাষ্টয়া পাক, ইবে সটান বিস্তৃত— সেই সেতু দিয়া নাথ যাবেন অক্লেশ । দেখিতে পাবেন শেষে সাম্রোক-যুগল, শিমুল বৃক্ষেতে বসি আছে উচ্চদেশে, খাদ্যের সন্ধানে তারা পিতার প্রাসাদে আসে প্রতিদিন ; নাথে বোলে তপোধন এই সব কথা বাহ কহিনু তোমায় । সন্ন্যাসী । কোরো না সন্দেহ বছা কহিব তাহারে । দামিনী । বিদায় হই গো–লও কৃতজ্ঞ-প্ৰণাম । ( প্রস্থান )