পাতা:রজত-গিরি.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ SSAS A SAS SSAS SSAS SSASAS SSASAS SS SAAAAA S রঞ্জত-গিরি । হেরিব নয়নে মোর প্রাণের দামিনী । এস এস মালা এস-কিন্তু এ কিরূপ ? তোমাদের কত্রীরাণী সকলের শেষে আসিবেন কি গো হেথা ভেটিতে পতিরে ? কে করেছে বন্দী তীরে প্রাসাদ-প্রাচীরে ? “মঙ্গল” কুমার মোর সেই বা কোথায় ? পিতৃকোলে বাপাটতে কঁদিছে না কি সে ? কিন্তু কেন স্নান এত হেরি তোমা মালা ? এলায়ে পড়েছে কেশ কেন অযতনে ? মালা । প্রস্তুত হও গে৷ প্ৰভু শুনিবার তরে অশুভ সংবাদ এক—গেছ চলি যেই, কয়েক ব্রাহ্মণ দুষ্ট, চক্রান্ত করিযু মহারাজে ব’লে ক'য়ে কালিকা-সমাপে রাজকুমারীর বলি করেন সুস্থির । এ সংবাদ শুনি তিনি –পক্ষ বিস্তারিয়া গিয়াছেন পলাইয়া জনমের তরে। রাজকুমার। বল’ বল’ মালা ওগো—পলালে দামিনী পুত্রের কি দশা হ'ল, বল স্বরা করি। ۶۔