পাতা:রজত-গিরি.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । গুহ ছাড়ি একবার শত্রুর বিরুদ্ধে করিয়াছিলাম যাত্রা, এহেন সময় দুষ্টের মন্ত্রণা পেরে পিতা মহারাজ করিলেন স্থির—মম প্রাণের দামিনী কালিকা-মন্দিরে শীঘ্র হবে বলিদান। শুনি’ সে সংবাদ হায় দামিনী অামার এসেছেন পলাইয়া তার নিজ দেশে । ধূলিকণা গণি প্রাণে প্রেম তুলনায় করেছিমু যাত্রা আমি তাহার উদ্দেশে, পদানত তাই এবে শ্ৰীচরণ-তলে । রাজা । পত্র মিত্র মন্ত্রিগণ ! কর অবধান । বলিছেন ইনি—মম দুহিতার প্রেমে হইয়া চালিত এবে এসেছেন হেথা । উচ্চ হেন পুরস্কার লাভবার তরে, দেখাইতে হবে-প্রেম সত্য কত দুর, আরো দিতে হবে ওর গুণের পরীক্ষা অতএব শীঘ্ৰ আনো অস্ত্রাগার হতে প্রখ্যাত ধনুক সেই, যাহার ছিলায় ত্রিশ মণ গুরুভার ঝোলে অবিরত ; স্বাকায় কেমনে দেখি বিদেশী যুবক। ( (R$ } প্রস্থান )