পাতা:রজত-গিরি.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾Ꮼ রজত-গিরি। ১৩শ দৃশ্ব —প্রাসাদ-প্রাঙ্গণ ৷ (রাজা, মন্ত্রিগণ এবং রাজকুমারের প্রবেশ ) প্রথম মন্ত্রী । এই লও ধন্থ যুব,—রাজ-আজ্ঞা এই-- বাকাইয়া ধনুকের দাও গে পরীক্ষা । (রাজকুমারের ধনুগ্রহণ) রাজকুমার। এসেছে অদৃষ্ট এবে চূড়ান্ত সীমায় ; সফল হই গো যদি বাকাইতে ধনু, দামিনী আমার হবে চিৰকাল তরে, নতুবা খোয়াব মোর সববস্ব-ধনে । ( ধনু কাইতে চেষ্টা ও সিদ্ধিলাভ ) প্রথম মন্ত্রী। পক্ষিরাজ-পক্ষ সম সুবক্র ধনুক— লৌহসম সুকঠিন—ইহার হস্তেতে তৃণ যেন মহারাজ ! বাপানি যুবারে! রাজা | পরীক্ষা এখনো কিন্তু হয় নাই শেষ । অশ্বশাল হ’তে আনো দুষ্ট অশ্ব এক, আর এক বন্ত হস্তী যাহার মস্তকে