পাতা:রজত-গিরি.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qbr রজত-গিরি । প্রথম মন্ত্রী । ( রাজার প্রতি) এ পরীক্ষাতেও প্রভু যুবক উত্তীর্ণ। রাজা | দুহিতা আমার যত তাদের সম্মুখে সাত ভাজ যবনিকা হীরক-খচিত করহ স্থাপন, আর তার মধ্য হ’তে প্রত্যেকে অঙ্গুলি এক করুক বাহির, একে একে সাবধানে ; তাহার মাঝরে চিনিতে পারে গো যদি দামিনী-অঙ্গুলি, তবেই জানিব আমি, যুবক নিশ্চয় দামিনীর পাণিগ্রহে হায্য অধিকারী। ( যবনিকা নিক্ষেপ, সকল রাজকুমারীর একে একে যবনিকা মধ্য দিয়া অঙ্গুলি বাহির করণ) রাজকুমার। স্বর্গের দেবতাগণ ! হঠয়া সহায়, দয়া করি পাঠাও গো হেন নিদর্শন, নিৰ্ব্বাচিতে পারি যাতে প্রকৃত অঙ্গুলি । ( দামিনীর অঙ্গুলি বাহির করণ ও তাহার উপর একটি মধুমক্ষিকার উপবেশন) ধ্রুব এই নিদর্শন (অঙ্গুরী গ্রহণ) এক দিন পরে ।