Ꮌb← রজনী {
হইয়া, আমার পিত্রালয়ে; যে ঘরে আমি এক পরিচারিক সঙ্গে শয়ন করিয়াছিলাম, সেই ঘরে সিদ্ধ দিল।
এই কথা বলিতে আরম্ভ করার, অমরনাথ গলদঘৰ্ম্ম হইয়া উঠিল । বলিল, “ ক্ষম কর।”
আমি বলিতে লাগিলাম, " সেই চোর সিধপথে, আমার কক্ষমধ্যে প্রবেশ করিল। ঘরে আলোঁ জলিতেছিল—আমি চোরকে চিনিলাম। ভীত হইয় পরিচারিকাকে উঠাইলাম। লে চোরকে চিনিত না । আমি তখন অগত্যা, চোরকে আদর করিয়া আখন্ত করিয়৷ পালঙ্কে বসাইলাম।”
অমর । ক্ষমা কর, সে ত সকলই জানি । - আমি । তবু একবার স্মরণ করিয়া দেওয়া ভাল । ক্ষণেক পরে, চোরের অলক্ষ্যে আমার সঙ্কেতামুসারে পরিচারিক বাহিরে গিয়া দ্বারবান্কে ডাকির লইয়া সিধমুখে দাড়াইয়া ஒ: । আমিও সময় বুঝিয়া, বাহিরে প্রয়োজন ছলনা করির নির্গত হইয়া বাছির হইতে একমাত্র দ্বারের শৃঙ্খল বদ্ধ করিলাম। মন করিরছিলাম ?
অমরনাথ বলিল, “এ সকল কথা কেন ?” আমি। পরে চোর নির্গত হইল কি প্রকারে বল দেখি ? ডাকিয়া পাড়ার লোক জমা করিলাম। বড় বড় বলবান আসিয়া চোরকে ধরিল । চোয় লজ্জায় মুখে কাপড় দিরা রহিল, আমি দয়া করিয়া তাহার মুখের কাপড় খুলাইলাম না, কিন্তু স্বহস্তে লোহার শলা তপ্ত করিয়া তাহার পিঠে লিখিয়াছিলাম,
ᏀᏋ চোর!” -
অমর বাবু অতি গ্ৰীয়েও কি আপনি গায়ের ভূমি; জুলিয়া শুম্বন করেন না ?
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
