পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● १२ রজনী। পাষাণেও দাহ করিবে ? অথবা কে জানে পাষাণেও লৌহের ংঘর্ষণেই অ্যুৎপাত হয়। তোমার প্রস্তরধবল, প্রস্তরঞ্চি দর্শন, প্রস্তরগঠিতবৎ মূৰ্ত্তি যত দেখি, ততই দেখিতে ইচ্ছা হয়। অমুদিন, পলকে পলকে, দেখিরাও মনে হয় দেখিলাম কই ? আবার দেখি। আবার দেখি, কিন্তু দেখিয়া ত সাধ মিটিল না । - পীড়িতাবস্থায়, আমি প্রায় কাহারও সঙ্গে কথা কহিতাম .না। কেক্ষ কথা কছিতে আসিলে ভাল লাগিত না । রজনীর কথা মুখে আনিতাম না—কিন্তু প্ৰলাপকালীন কি বলিতাম না বলিতাম, তাহা স্মরণ করিয়া বলিতে পারি না । প্রলtপোক্তি সচরাচরই ঘটত। > भएा cाग्न उाश कब्रिऊाग ना ।। ७३ञ्च ७डेश कड कि cाश्विर्णगडाश বলিতে পারি না। কথন দেখিতাম, সমরே যর্বননিপাত হইতেছে—রক্তে নদী বহিতেছে ; কখন দেখিতাম, সুবর্ণপ্রাস্তুরে হীরকবৃক্ষে স্তবকে স্তবকে নক্ষত্র ফুটিয়া আছে। কখন দেখিতাম, আকাশমার্গে, অষ্টশশিসমন্বিত শনৈশ্চর মহাগ্রহ চতুশ্চন্ত্রবাহী বৃহস্পতির উপর মহাবেগে পতিত হুইল—গ্রহ উপগ্রহ সকল খণ্ড খণ্ড হইয়া ভাঙ্গিয়া গেল —আঘাতোৎপন্ন ধহিতে সে সকল জলিয়া উঠিরা, দহমানাবস্থাতে মহাবেগে বিশ্বমণ্ডলের চতুর্দিকে প্রধাবিত হইতেছে। কখন দেখিতাম, এই জগৎ, জ্যেতিৰ্ম্ময় কাত্তরূপধয় দেবযোনির মূৰ্ত্তিতে পরিপূর্ণ; তাহারা অবিরত অম্বরপথ প্রভাসিত করিয়া রিচরণ করিতেছে ; তাহাদিগের অঙ্গের সৌরভে আমার নাগরদ্ধ পরিপূর্ণ হইতেছে। কিন্তু যাহাই দেখি না—সকলের মধ্যস্থলে—রজনীর সেই প্রস্তরময়ী মূৰ্হি দেখিতে পাইতাম। সুর নি। পাথরে এত পাগুন!