পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১৩, ) 3. - দ্বিতীয় পরিচ্ছেদ । ७ उएवञ्च शक्ने रुईएछ, आभाग्न cमांकन *** ॐाहेrङ হইল। আমার অদৃষ্টে মুখ বিধাতা লিখেন নাই—পরের সুখ কাড়িয়া লইব কেন ? শচীন্দ্রের রজনী শচীন্দ্রকে দিয়া আমি এ সংসার ত্যাগ করিব। এ হাট ভাঙ্গিব, এ হৃদয়কে শুষুিক্ত করিব—যিনি সুখদুঃখের অতীত, তাহারই চরণে সকল সমৰ্পণ করিব । * * * si প্রভো, তোমায় অনেক সন্ধান করিয়াছি, কই তুমি? দর্শনে, বিজ্ঞানে, তুমি নাই। জ্ঞানীর জ্ঞানে, ধানীর ধ্যানে ভূমি নাই । তুমি অপ্রমের, এজন্য তোমার পক্ষে প্রমাণু-নাই । এই স্কুটুড়োমুখ হৃদপদ্মই তোমার প্রমাণ—ইহাতে তুমি, আরোহণ কর । আমি অন্ধ পুষ্পনারীকে পরিত্যাগ করিয়া, তোমার ছায় সেখানে স্থাপন করি । তুমি নাই ? না থাক, তোমার নামে আমি সকল উৎসর্গ করিব। অথগুমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তস্মৈ নমঃ বলিয়া, এ কলঙ্কলাঞ্ছিত দেহ উৎসর্গ করিব । তুমি যাহা দিয়াছ, ভূমি কি তাহা লইবে না ? তুমি লইবে, নহিলে এ কলঙ্কের ভার আর কে পবিত্র করিবে ? প্ৰভো! আপনার কাছে একটা নিবেদন আছে। এ দেহ কলঙ্কিত করাইল কে, তুমি না আমি আমি যে অসৎ, অসার, দোষ আমার লা তোমার ? আমার এ মনিহারির দোকান नाबाहेग ८रु, छूमि न भामि ? बांश छूमि गाबाहेब्राइ, उॉश তোমাকেই দিব। আমি এ ব্যবসা আর রাখিব না। মুখ! তোমাকে স্বত্র খুজিলাম-পাইলাম না। মুখ