পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রজনী। אלל প্রাপ্ত হয়—আমি দুই একবার সে পদশৰ শুনিয়াই চিনিয়া ছিলাম কাহার পদবিক্ষেপের এ শব্দ। আমি সিঁড়িতে বসিলাম। ছোট বাবু আমার নিকটে আসিলে, আমাকে দেখির দাড়াইলেন। বোধ হয় আমায় চক্ষের জল দেখিতে পাইয়াছিলেন,—জিজ্ঞাসা করিলেন, * কে, রজনি !” সকল ভুলিয়া গেলাম! রাগ ভুলিলাম। অপমান ভুলিলাম; দুঃখ ভুলিলাম।—কাণে বাজিতে লাগিল—“কে,রজনি !” आगि उँख्त्व कनिाग ना-थप्न कनािग आब्र श्रै ७क्वाइ জিজ্ঞাসা করুন-আমি শুনিয়া কাণ জুড়াই। ছোট বাৰু জিজ্ঞাসা করিলেন, “ বুজনি! কাদিতেছ কেন ?" “আমার অন্তর আনন্দে ভরিতে লাগিল—চক্ষের জল আরও উছলিতে লাগিল । আমি কথা কহিলাম না—আরও জিজ্ঞাসা করুন। মনে করিলাম আমি কি ভাগ্যবর্তী! বিধাতা আমায়ু কাণা করিয়াছেন, কাল করেন নাই। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, “ কেন কুঁদিতেছ? কেহ কিছু বলিয়াছে।” আমি সেবার উত্তর করিলাম—তাহার সঙ্গে কথোপকথনের স্বথ, যদি জন্মে একবার ঘটিতেছে—তবে ত্যাগ করি কেন ? আমি বলিলাম, 5 ছোট মা তিরস্কার করিয়াছেন।” ছোট বাবু হাসিলেন,—বলিলেন, “ছোট মার কথা ধরিও ন—তার মুখ ঐ রকম–কিন্তু মনে রাগ করেন না। তুমি আমার সঙ্গে এস-এখনই তিনি আবার ভাল কথা বলবেন।” প্তাহায় সঙ্গে কেন না যাইব ? তিনি ডাকিলে, কি আর