পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- *8 ब्लर्डी । न' दिझिज् झेश्च। बिलाना করিলেন “কেন ?” কেন ? তাহার উত্তর দিতে পারিলাম না । কেবল যোড়হাত করিতে লাগিলাম—কেবল কাদিতে লাগিলাম। মাতা, বিরক্ত হইলেন, --রাগিয়া উঠিলেন ; গালি দিলেন। শেষ পিতাকে বলিয়া দিলেন। পিতাও গালি দিয়া মারিতে আসিলেন। আর কিছু বলিতে পারিলাম না । উপার নাই! নিষ্কৃতি নাই ! ডুবিলাম। সেইদিন বৈকালে গৃহে কেবল আমি এক ছিলাম-পিতা বিবাহের খরচসংগ্রহে গিয়াছিলেন—মাতা দ্রব্যসামগ্রী কিনিতে গিয়াছিলেন । এ সব যে সময়ে হয়, সে সময়ে আমি দ্বায় দিয়া থাকিতাম, না হয় বামাচরণ আমার কাছে বসিয়া থাকিত। বায়চ এ দিন বসিয়াছিল। একজন কে দ্বার ঠেলিয়। গৃহমধ্যে প্রবেশ করিল। চেনা পায়ের শব্দ নহে। জিজ্ঞাসা করিলাম, “কে গা ?” - উত্তয় “তোমার যম ।” কথা কোপযুক্ত বটে কিন্তু স্বর স্ত্রীলোকের । ভয় পাইলাম না । হাসিয়া বলিলাম—“ আমায় যম কি আছে ? তবে এত দিন কোথা ছিলে ।” - স্ত্রীলোকটিয় রাগশাস্তি হইল না ; “এখন জাবি ! বড় বিয়েয় সাধ ! পোড়ায়মুখী ; আবার্গী।” ইত্যাদি গালির ছড়া আরম্ভ হইল। গালি সমাপ্তে সেই মধুরভাষিণী বলিলেন, “ হা দেখ, কাণি, যদি আমার স্বামীর সঙ্গে তোর বিয়ে হয়, তযে যে দিন তুই ঘর করিতে যাইবি, সেইদিন তোকে বিষ খাওরাইয়া মায়িব ।” - বুঝিলাম চাপ খোদ । আদয় করিয়া বসিতে বলিলাম । বলিলাম, “শুন-তোমার সঙ্গে কথা আছে।” এত গালির