পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথের কথা । な3" भूवडौ बनिन,-“ cरुषाग्र भशाहेब ? अभि cय चक्र ! এখানকার পথ চিনি না।” - অন্ধ ! আমার বল বাড়িল । আমি রজনীনামে একটি অন্ধকন্যাকে খুজিতেছিলাম l দেখিলাম, সেই বলবান পুরুষ আমাকে প্রহার করিতে পারিতেছে না বটে, কিন্তু আমাকে বলপূৰ্ব্বক টানির লইয়া যাইতেছে। তাহার অভিপ্রায় বুঝিলাম যে দিকে আমি । ফেলিয়া দিয়াছিলাম, সেই দিকে সে আমাকে টানিয়াছিয়া যাইতেছে। আমি তখন দুষ্টকে ছাড়িয়া দিয়া অগ্রে গিন্থ मा কুড়াইয়া লইলাম । সে এক বৃক্ষের ডাল ভাঙ্গিয়া লইয়া, তাছ? ফিরাইরা আমার হস্তে প্রহার করিল—আমায় হস্ত হইতে দ। পড়িয়া গেল। সে দা তুলিয়া লইয়া, আমাকে তিন 視 স্থানে আঘাত করিয়া পলাইয়া গেল । 證 আমি গুরুতর পীড়াপ্রাপ্ত হইয়াছিলাম। বহুকষ্টে আমি কুটুম্বের গৃহাতিমুখে চলিলাম। অন্ধযুবতী আমার পদশাহুসরণ করিয়া আমার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। কিছু দূয় গিয়া আর আমি চলিতে পারিলাম না। পথিক লোকে আমাকে ধরিয়া আমার কুটুম্বের বাড়ীতে রাখিয়া আসিল । সেই স্থানে আমি কিছুকাল শয্যাগত য়ছিলাম—অন্য অজয়ীভাবেও বটে, এবং আমার দশা কি হর, তাহা না জানিয়া কোথাও বাইতে পায়ে না, সে জন্যও বটে, অন্ধযুবতীও সেই§ ཤོ་ཧྥུ[རྩག ། - বহুদিনে, বহুকষ্টে, আমি আরোগ্যলাভ করিলাম। মেরেট অন্ধ দেখিয়া অবধিই আমার সন্দেহ হইয়াছিল। যেদিন প্রথম আমার "শক্তি হইল, সে আমার রুগ্নশৰ্য্যাপার্থে আসিল, সেইদিনুই তাহাকে জিজ্ঞাসা করিলাম,