পাতা:রত্নাবলী নাটক.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । (t বাস —( রত্নাবলীকে আলিঙ্গন করিয়া ) রত্নাবলি ! আজি হতে তুমিও দেবী-পদে অভিষিক্ত হলে । বাত্র ।—এখন আমার সমস্ত পরিশ্রম সফল হল । যৌগ।—এখন বলুন, মহারাজের আর কি প্রিয় কাৰ্য্য করতে পারি ? রাজা –এর পর প্রিয় কাৰ্য্য আর কি হতে পারে ? হলেন বিক্রম-বাহু আত্মীয় আমার, লভিলাম প্রিয়া মোর-অবনীর সার, —সাৰ্ব্বভৌম প্রভূত্বের যিনি গো নিদান, দেবীও ভগিনী-লাভে হরষিত-প্ৰাণ । হইল কোশল জয়, থাকিতে গো তোমা-সম অমাত্য-প্রবর কি আছে অভাব মোর যার তরে লালায়িত হইবে অন্তর ? যা হোক, এখন এই মাত্র প্রার্থনা – ইন্দ্রদেব যথা-কালে বরষিয়া জল করুন প্রচুর শস্যে পূর্ণ ধরাতল। ইষ্ট-যাগে সদৃবিপ্ৰ তুমুন দেবগণে, কাটুক সুখেতে কাল সজ্জন-সঙ্গমে । বজ্রবৎ সুদুৰ্জয় খল-বাক্য-বাণ নিঃশেষ হইয়া যেন করে অন্তর্ধান ॥ ইতি রত্নাবলী সমাপ্ত ।