এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রত্নাবলী নাটক ? অপিচ 2– প্রথম সঙ্গম-কালে সত্বর যাইয়া গৌরী মনের ঔৎসুক্যে ফিরিয়া আইলা লাজে, সৰ্থীজন বলি’-কহি আনয়ে সম্মুখে । গিরিজারে পেয়ে হর হাসিতে হাসিতে করে আলিঙ্গন দান, গৌরী তাহে পুলকিত। —সরস সাধবস-বশে তন্তু কম্পমান । —এহেন পাৰ্ব্বতী তোমা করুন কল্যাণ ॥ অপিচ 2— ক্ৰোধোদীপ্ত ত্রিনয়নে করি দৃষ্টিপাত নিৰ্ব্বাপিত করিলা ত্ৰিবহি একসাথ । ভয়াৰ্ত্ত যাজকগণ পড়ে ভূমিতলে, ভূতের উষ্ণীষ-বস্ত্র কাড়ি লয় বলে। স্তুতি করে দক্ষ—পত্নী করেন ক্ৰন্দন, দেবগণ ভয়ে সবে করে পলায়ন । হাসিতে হাসিতে শিব দেবীর সকাশ দক্ষ যজ্ঞনাশ-কথা করেন প্রকাশ । —রক্ষুণ এহেন শিব নাশি’ ভয়ত্ৰাস ॥ অপিচ ৪— চক্সের হউক জয়, প্ৰণমিগে। স্বরগণ-পদে, দ্বিজোত্তম যেন সবে লোকম্বাত্র করে নিরাপদে ।