8 রত্নাবলী নাটক। এখন তবে গৃহে যাই এবং গৃহিণীকে আহবান করে সঙ্গীতাদি আরম্ভ করেদি (পরিক্রমণ করত নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া ) এই তো আমাদের গৃহ। এইবার তবে প্রবেশ করা যাক। (প্রবেশ করিয়া) বলি ও গিন্নি ! একবার এই দিকে এসো তো । নটীর প্রবেশ । নটী —এই যে আমি এসেছি। কি করতে হবে আজ্ঞা কর । স্বত্র।—দেখ, বাজার “রত্নাবলী” দেখবার জন্ত উৎসুক হয়েছেন। অতএব তোমরা সবাই বেশ-ভূষা পরিধান করে এসো। নট –( নিঃশ্বাস ত্যাগ করির উদ্বেগ-সহকারে) তুমি তো এখন নিশ্চিন্ত আছ, তুমি কেন অভিনয় কর না। আমার দুর্ভাগাক্রমে একটি মাত্র দুহিত। তাতে আবার কোন দেশান্তর বাসাঁকে কন্যাদান করবে বলে তুমি বাকদত্ত হয়েছ। এরূপ -rেশস্ত পাত্রেব সহিত কি কবে তার পাণিগ্রহণ হবে, ত আরবি মনে একটুকুও মূৰ্ত্তি নেই—তবে এখন 1 ৮ ফ:থ’ অভিনয় কবি বল দিকি ? সূত্র । —দেখ :-— থাকে যদি দ্বীপান্তরে সাগরের মধ্যে কিম্ব দিগন্ত-সীমায়, বিধি হলে অমুকুল যেথায় থাক না, আনি মিলন ঘটায় ॥
পাতা:রত্নাবলী নাটক.djvu/১৩
অবয়ব