বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অঙ্ক।
বারবিলাসিনীদের গারে পিচ্কারি করে’ জল দিচ্ছে, আর ওরা অম্‌নি শীৎকার শব্দ করে’ কত রকম অঙ্গভঙ্গি করচে।
রাজা।—(দেখিয়া) তাই তো—তুমি তো ঠিক্‌ লক্ষ্য করেছ।

বিকীর্ণ আবীর-জালে
চারিদিক ঘন অন্ধকার,
মণিময়-ভূষণের
মণি হতে রশ্মির বিস্তার।
এই ধারা-যন্ত্রগুলি
বিস্তারিত ফণার আকৃতি
—পাতাল-ভুজঙ্গলোক
মনে করি’ দেয় যেন স্মৃতি ॥

বিদূ।—(দেখিয়া) দেখুন মহারাজ! মদনিকা ও চুত-কলিকা মদন-বসন্তের ভাব প্রকাশ করে’ কেমন নাচ্তে নাচ্তে এই দিকে আস্চে।

গাহিতে গাহিতে ও নাচিতে নাচিতে দুইজন
দাসীর প্রবেশ।

মদনিকা।—গান করণ।)

মানিনী মানের খিলঈষৎ করি’ শিথিল,
ফুটায়ে অযুত চূত—মদনের প্রিয় দূত,
বহে কিবা দক্ষিণ পবন।