এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
38 রত্নাবলী নাটক । বহুদিন পরে আজি ফুটাইল চম্পক কুসুম। তরুণীর পদাঘাতে অশোকের মূলে হয় নুপুর-ঝঙ্কার অলিকুল করে গান করি অনুকরণ সে শবদ তাহার ॥ বিদু –(কর্ণপাত কবিয়া) দেখুন মহারাজ ! এ নুপুর-ধ্বনি মধুকরদের অনুকরণ নয়—এ দেবীব সহচরীদের প্রকৃত নুপুর-ধ্বনি। বাজ। —বয়স্য ! তুমি ঠিক ঠাউরেছ। রাজ-বিভবোচিত পরিজন-পরিবৃত হইয়া বাসব দত্তার, কাঞ্চনমালার ও পূজোপকরণ হস্তে সাগরিকার প্রবেশ । বাস —ওলো কাঞ্চনমালা ! মদনোদ্যানের পথটা আমাকে দেখিয়ে দেতো । কাঞ্চ —এই দিক দিয়ে ঠাকরুণ, এই দিক দিয়ে । বাস -—(পরিক্রমণ করিয়া) ওলো কাঞ্চনমালা, যেখানে ভগবান মদনদেবেব পূজা করতে হবে সেই বক্ত-অশোক গাছটা এখান থেকে কতদূর ? কাঞ্চ —ঠাককণ আমরা তার খুব নিকটে এসেছি। ঐ দেখছেন না, আপনার সেই মাধবীলতাট যাতে রাতদিনই কত ফুল ফুটে থাকে, আর ঐ নবমল্লিকা লতা যার ফুল অকালে ফুটুবে বোলে