এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় অঙ্ক । প্রথম দৃশ্বা। প্রাসাদের উদ্যান। সারিকা-পিঞ্জর-হস্তে ব্যতিব্যস্ত। স্ব সঙ্গতার প্রবেশ । সুসং -আঃ ! আমার হাতে সারিকাটি ফেলে দিয়ে প্রিয়সর্থী সাগরিক না জানি কোথায় গেল। (অন্য দিকে দৃষ্টি করিয়া) এই যে, নিপুণিকা এই দিকে আসচে, ভাল, ওকেই জিজ্ঞাসা করে দেখি। নিপুণিকার প্রবেশ । নিপু।–(স্বগত) আমি মহারাজের কাছ থেকে সমস্ত বৃত্তান্ত জানতে পেরেছি, এইবার দেবীকে সেই কথা নিবেদন করি গে। ( পরিক্রমণ) মুসং।—সখি নিপুণিকে ! যেন কিসের বিস্ময়ে মগ্ন হয়ে আমাকে ন৷ দেখেই আমার পাশ দিয়ে চলে যাচ্চ—কোথায় যাচ্চ বল দিকি ? নিপু।–এ কি ! স্বসঙ্গতা যে ! সখি তুমি ঠিকৃই ঠাউরেছ। আমার বিস্ময়ের কারণটা কি শোনো বলি। আজ শ্ৰীপৰ্ব্বত হতে ঐখও দাস নামে একজন সন্যাসী-পুরুষ এসেছেন, তার কাছ থেকে মহারাজ অকালে ফুল ফোটাবার একটা জৰাগুণ