२९ রত্নাবলী নাটক । শিখে নিয়েছেন। আর আজি নাকি সেই দ্রব্যটি দিয়ে তার পালিত নব মল্লিকাটিকে একেবারে ফুলে ফুলে ভরিয়ে দেবেন। এই বৃত্তান্ত জানার জন্য দেবী আমাকে পাঠিয়েছিলেন। তুমি কোথায় যাচ্চ বল দিকি ? স্বসং।--প্রিয়সখী সাগরিকাকে খুঁজতে। নিপু।–সখি আমি দেখলেম, সাগরিক চিত্রফলক ও রঙের পেটরা নিয়ে ব্যস্ত সমস্ত হয়ে কদলীবনের মধ্যে প্রবেশ করচে। তুমি সখি সেইখানে তবে যাও। আমি ঠাকরণের ওখানে চল্লেম। ( প্রস্থান ) দ্বিতীয় দৃশ্য। কদলী-কুঞ্জ । চিত্রোপকরণ হস্তে প্রেমাসক্ত সাগরিকার প্রবেশ । गोन्ने –क्षनम्न ! श्रृंख् श् । श्रृंख् ऊ । झुर्लुङ छनएक एकन ७क्रण পুনঃ পুনঃ প্রার্থনা ? –কেন তোব এ বৃথা পণ্ডশ্রম ? তা ছাড়া, যাকে দেখে তোর এরূপ সন্তাপ উপস্থিত, তাকেই তুই আবার দেখতে ইচ্ছে করচিস ?—এ তোর কিরূপ মূঢ়তা বল দেখি ? ওরে নিষ্ঠুর হৃদয়! যে আজন্ম তোর সঙ্গে একত্ৰ ৰদ্ধিত তাকে ছেড়ে তুই কি না আজ এক জন অপরিচিত ব্যক্তিতে আসক্ত হলি—তোর কি লজ্জা হয় না ? অথবা তোর কি দোষ, অনঙ্গের শরাঘাত-ভয়েই তুই বুঝি এইরূপ করচিস 7–আচ্ছা, তবে আমি অনঙ্গ-দেৰকেই ভৎসনা করি।
পাতা:রত্নাবলী নাটক.djvu/৩১
অবয়ব