পাতা:রত্নাবলী নাটক.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*O8 রত্নাবলী নাটক। করা যাক। দেখুন, দক্ষিণের বাতাসে কদলীর এই নুতন পাতাগুলি কেমন চুলচে, আর কদলী-তলাটিও কেমন ঠাও। হয়েছে । রাজা –আচ্ছা তোমার যা অভিরুচি। (উপবেশন ও নিঃশ্বাস ফেলিয়া ) হৃদে ধরি দুর্শিবার মদন-সন্তাপ কামিনী বলে গো যাহা নিজ সখীজনে শুক শিশু, সারী পুন করে তা’ আলাপ, --ভাগ্যবান হয় ধন্য শুনিয়া শ্রবণে ॥ বিদু —(পাশ্বে অবলোকন করিয়া) ঐ দেখুন মহারাজ, সেই সারিকার খাচাটা এইখানে পড়ে আছে। বোধ হয় সেই দুষ্ট বানরটা খাচার দরজাটা খুলে দিয়ে চলে গেছে। রাজা।-ওটা কি খাচা ?—বয়স্য ভাল করে ঠাউরে দেখ দিকি। বিদু —যে আঞ্জে, দেখুচি। (পরিক্রমণ পূৰ্ব্বক অবলোকন করিয়া ) একি !—এ যে একটা চিত্র-ফলক । আচ্ছ এটা উঠিয়ে নেওয়া যাক্। (গ্রহণ করিয়া নিরীক্ষণ পূৰ্ব্বক হর্ষ প্রকাশ ) রাজা –(সকৌতুকে ) বয়স্য ওটা কি ? বিদু –মহারাজ আপনার অদৃষ্ট ভাল ; আমি যা বলছিলেম তাইআপনার চিত্রই এতে অ'ক আছে বটে ; নৈলে আর কার চিত্র মদনের চিত্র বলে সহজে চালিয়ে দেওয়া যায় বলুন ! রাজা –(সহৰ্ষে দুই হাত বাড়াইয়া ) দেখি সখা দেখি । বিদু –ন, আমি দেখাব না। সেই কন্যাটিরও চিত্র এতে অ'ক। আছে, ৰিন পারিতোষিকে কি এমন কন্যা-রত্নকে দেখান বান্ধ ?