उिँौङ्ग अङ्ग । #5 সাগ।—( ভয়-ব্যাকুল হইয়া ) সুসঙ্গতে ! এখানে থেকে এখন কি করব ? স্বসং।—সখি, এসে আমরা এই কদলী-বীথির মধ্য দিয়ে বেরিয়ে যাই । ( প্রস্থান । ) রাজা –( পাশ্বে অবলোকন করিয়া সবিস্ময়ে ) কৈ ?—বাসবদত্ত কোথায় ? বিদু —কৈ, আমি তো জানিনে মহারাজ। আমার তখন বড় রাগ হয়েছিল, তাই বলেছিলেম, “ইনি দেখুচি দ্বিতীয় বাসবদত্তা” । রাজা —দুর মুখ ! দৈবযোগে কোন রূপে পেমু যদি ব্যক্ত-রাগ রতন-মালায়, যেমন পরিব গলে —হস্ত হতে ভ্ৰষ্ট তুই করিলি তাহার। বাসবদত্তা ও কাঞ্চনমালার প্রবেশ । বাস —বলি ও কাঞ্চনমালা, এখান থেকে মহারাজের পালিত নব মল্লিকা-লতাটি কত দূর ? কাঞ্চ —ঐ কদলীকুঞ্জ ছাড়িয়ে ঐ দেখা যাচ্চে। বাস। —আমাকে সেই দিকে নিয়ে চল। কাঞ্চ —এই দিক দিয়ে ঠাকরণ এইদিক দিয়ে। রাজা –বয়স্য, প্রিয়তমাকে এখন কোথায় দেখতে পাওয়া যায় বল দেখি ? কাঞ্চ —ঠাকরণ, মহারাজের কথা যখন শোনা যাচ্চে, তখন বোধ
পাতা:রত্নাবলী নাটক.djvu/৫২
অবয়ব