বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिउँौम्न अक्क । 8& রাজা – (অপ্রস্তুতের হাসি হাসিয়া বসন্তকের প্রতি চুপি চুপি ) বয়স্য এখন কি বলি ? বিদু –(চুপি চুপি ) কোন চিন্তা নেই—আমি উত্তর দিচ্চি। (প্রকাশ্যে বাসবদত্তাব প্রতি ) ঠাকরণ অন্য কিছু ভাববেন না। আমি মহারাজকে বলছিলেম, আপনাকে আপনি অণকা বড় কঠিন ; তা এই কথা শুনেই মহারাজ এই চিত্ৰ-বিদ্যাব পরিচয় দিলেন । রাজা —বসন্তক যা বল্লেন তাই বটে । বাস —( ফলক নিরীক্ষণ করিয়া ) তোমার পাশে আর একটি যে চিত্র বয়েছে এটি কি বসন্তক ঠাকুরের বিদ্যে ? রাজা –(অপ্রতিভ-ভাবে ঈষৎ হাসিয। ) এ বোধ হয় কেউ মন থেকে একেছে—একে আমি পূর্বে কখন দেখি নি। বিদু —আমিও পৈতে ছয়ে শপথ করচি, একে পূৰ্ব্বে কখন দেখিনি । কাঞ্চ —(চুপি চুপি অন্তরালে ) ঠাকরণ, কখন কখন ঘুণ ধরে অক্ষরের মত দেখায়, কিন্তু আসলে তা অক্ষর নয় । এ স্থলে বোধ হয় তাই ঘটেছে। তা, আর রাগ করে কি হবে । বাস।—(চুপি চুপি আড়ালে ) না কাঞ্চনমালা, এ ঘূণাক্ষরের ঘটনা নয়। তোর সরল মন, তুই ওর বাক কথা কি বুঝবি বল —ও যে-লে লোক নয়—ও বসন্তক ঠাকুর । ( প্রকাশ্যে রাজার প্রতি ) মহারাজ এই চিত্র দেখতে দেখতে আমার মাথা ব্যথা করচে–তুমি মুখে থাকো—আমি চল্লেম। ( উঠিয়া গমনোদ্যত )