পাতা:রত্নাবলী নাটক.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & 1 প্রত্নাবলী নাটক । রাজা –(অচিল ধরিয়া) দেবি ! “শান্ত হও” এই কথা বলিব কি করে* যদি মা করিয়া থাকে রাগ মোর পরে । যদি বলি “হেন কৰ্ম্ম করিব না অার” তবে পষ্ট করা হয় দোষের স্বীকার । যদি বলি “নহি দোষী” —মিথ্যা বলি তুমি তাহ ভাবিবে গো মনে । এখন কি করি আমি, কি বলিব নাহি জানি, ওগো প্রিয়তমে ॥ বাস —(সবিনয়ে অঞ্চল ছাড়াইয়া লইয়া ) মহারাজ, অন্ত কিছু মনে কোরো না—সত্যই আমার মাথা ধরেচে–আমি তবে এখন যাই । ( প্রস্থান ) বিদু।–অ’ বাচা গেল। অকাল-বাদল বাসবদত্ত চলে গেলেন, আপনার পক্ষে ভালই হল । রাজা - দূর মুর্থ ! এখন আর আহলাদ করে কাজ নেই। দেবীর মনে মনে বিলক্ষণ রাগ হয়েছে তা কি বুঝতে পার নি ? দেখ — ললাটে ভ্রভঙ্গ হ’ল সহসা উদ্‌গত, তাহ ঢাকিবারে মুখ করিলেন নত । মৰ্ম্মভেদী হাসিটুকু করিয়া বর্ষণ একটি না কহিলেন নিষ্ঠুর বচন। অশ্রজলে বিজড়িত নয়ন তাহার কিছুতেই মেলিতে ন পারিলেন জার।