পাতা:রত্নাবলী নাটক.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ર রত্নাবলী নাটক । ততটা হয় কি না সনেহে। এইবার তৰে সখাকে এই ংবাদটা দিইগে যাই । ( পরিক্রমণ ও অবলোকন করিয়া ) এই যে ! সখী যখন এইদিক পানেই চেয়ে আছেন তখন নিশ্চয় আমার জন্যই প্রতীক্ষা করচেন। এইবার তবে নিকুটে যাই (সম্মুখে আসিয়া) জয় হোক মহারাজ ! •একটা সুসংবাদ আছে—আপনি যা চাচ্ছিলেন তা হয়েছে। রাজা –(সহৰ্ষে ) সখা, প্রিয়তমা সাগরিকার কুশল তো ? বিদু।–(সগৰ্ব্বে) তিনি স্বয়ং এসে এখনি সে কথা আপনাকে জানাবেন । রাজা –(সপরিতোষে ) বল কি সখা, প্রিষার দর্শন লাভ হবে ? বিদু। - (সাহঙ্কারে ) হবে না তো কি ?-অবশ্যই হবে। এই যে আপনার ক্ষুদ্র অমাত্যটিকে দেখচেন - ইনি বুদ্ধিতে বৃহস্পতির পিতামহ ! রাজা –(হাসিয়া ) সখা, সে কথা বড়’মিথ্যা নয়, তোমার অসাধ্য কিছুই নাই ! এখন সমস্ত আনুপূৰ্ব্বিক বল দেখি শুনি । বিদু –(কাণে কাণে কথন ) রাজা ।- ( সপবিতোষে ) এই লও তোমার পারিতোষিক । (হস্ত হইতে বলয় প্রদান ) বিদু –(বলষ পরিধান করিযা আপনাকে নিরীক্ষণ করিয়া ) এই খাটি সোনাব বালাটি হান্তে পরে’ এখন বাহ্মণীকে দেখাইগে धाझे । রাজা –( হাত ধরিয়া নিবারণ ) সখা, এব পর দেখিও—এখন না। এখন কত বেলা হযেছে বল দেখি ? বিদু – পরিক্রমণ ও অবলোকন করিয়া সহৰ্ষে ১ ঐ দেখুন মহা