পাতা:রত্নাবলী নাটক.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूजैौग्न जड़ । 载N> রাজ, সন্ধা-বধুর সঙ্কেতে, ভগবান সহক্স-রশ্মি অনুরাগের আবেশে চঞ্চল-চিত্ত হয়ে অস্তাচল-শিখর-কাননে সন্ধা-বধুর অভিসারে যাত্রা করচেন। রাজা –( দেখিয়া সহৰ্ষে) সখা, তুমি ঠিক লক্ষ্য করেছ, দিবা অব সান হয়েছে বটে। সমস্ত ভুবন ভ্ৰমি', অতিক্রমি’ অতি দীর্ঘ পথ, এক-চক্র স্বৰ্য্যদেব অস্তাচলে থামাইল রথ । প্রভাতে না পান পাছে আরোহিতে নিজ রথোপরি, চিন্তাভারে ভারাক্রান্ত এই কথা মনে মনে করি’, সন্ধ্যাগমে আকর্মিয় অবশিষ্ট ছিল যত কর তা দিয়া যোজিলা পুন দিক্‌-চক্রে স্বর্ণময় অর। অপিচ ৪— অস্তাচল-শিরে ভানু নিজ কর করিলা স্থাপন পদ্মিনী-প্রত্যয়-তরে কহিয়া এ শপথ-বচন ;— “যাই তবে কমল-নয়নে, দেখ সময় হইল মোর ; জাগাইৰ কাল পুন—এবে থাকো নিদ্রায় বিভোর" ॥ এখন তবে চল—সেই সংকেত-স্থান মাধবীলতা-মওপে গিয়ে প্রিয়তমার প্রতীক্ষা করা যাক। বিদু।–বেশ বলেছেন মহারাজ। (উত্থান) বিদু।– দেখিয়া ) দেখুন মহারাজ, ঘন-ঘোর অন্ধকারে পূৰ্ব্ব দিকটা ক্রমশ ছেয়ে আসচে—মনে হচ্চে যেন কতকগুল স্থল কায় বন-বরাহ ও মহিষের দল গায়ে পাক মেখে ঘোর কৃষ্ণবর্ণ মূৰ্ত্তি ধারণ করেছে ; আর, ফাৰু-ক্ষাকু গাছগুলও যেন এখন খুব নিবিড় বলে মনে হচ্চে ।