বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

幢曾 ब्रड्रांदर्जेौ नॉफ्रैंक । cथरमब्र विशन मृष्टि নাহি পারে নিঃক্ষেপিতে নায়ক-বয়ানে । কণ্ঠ-আলিঙ্গন-কালে না ছোয়ায় পয়োধর রসাবেশ-ভরে, , যত্নে ধরি’ রাখিলেও বারম্বার তারা শুধু “যাই যাই” করে। যদিও গে এইরূপ রসভঙ্গ করে তার হৃদয়-আতঙ্কে, তবু তাই লাগে ভাল —আরো যেন উত্তেজিত করে গো অনঙ্গে ॥ আtঃ ! বসন্তক এত বিলম্ব করচে কেন ? তবে কি দেবী বাসবদত্ত এ সব বৃত্তান্ত জানতে পেরেছেন ? দৃশ্য – রাজ-অন্তঃপুর । বাসবদত্ত ও কাঞ্চন-মালার প্রবেশ । বাস —শোন কাঞ্চনমাল, আমার বেশ পরে সত্যই কি সাগরিক মহারাজের উদ্দেশে আজ অভিসারে যাবে ? কাঞ্চ —ঠাকরণের কাছে আমরা কি মিথ্যে বলতে পারি? অত কথায় কাজ কি, চিত্রশালার দুয়োরের সামনে বসন্তকঠাকুর এখনো বসে আছে, তাকে দেখলেই বুঝতে পারবেন আমাদের কথা সত্যি কি না । ৰাস।—তবে চল সেইখানে যাই ।