রত্নাবলী নাটক । 8 را —ম তুমি কোথায় ? এই হতভাগিনী অনাথ তোমাদের কাছে জন্মের মত বিদায় নিচে । বিদু।– দেখিা ) এ আবার কে ? এই যে দেবী বাসবদত্ত। (ব্যস্তসমস্ত হইয়া উচ্চৈঃস্বরে) মহারাজ রক্ষা করুন রক্ষা করুন, দেবী বাসবদত্ত উদ্বন্ধনে আত্মহত্যা করচেন । রাজা –( ব্যস্তসমস্ত ভাবে অগ্রসর হইয়া ) সখা, কোথায় তিনি— কোথায় তিনি ? বিদু —ঐ যে । রাজা –( কণ্ঠ হইতে ফাদ সরাইয়া ) এ কি ভয়ানক দুঃসাহসের কাজ ! এ অকাৰ্য্য কেন করচ প্রিয়ে ? তব কণ্ঠে পাশ হেরি’ প্রাণ মোর হল কণ্ঠগত, স্বার্থ-চেষ্টা পরিহরি’ এ কার্য্যেতে হও গো বিরত ॥ সাগ।—(রাজাকে দেখিয়া ) ও মা ! এই যে মহারাজ ! ( সহর্ষে স্বগত) একি ! এ কে দেখে যে আবার আমার বঁাচতে ইচ্ছে করচে —না না তা কখনই হবে না। যা হোক, এই শেষ দেখা দেখে নিলেম—কৃতার্থ হলেম—এখন সুখে মরতে পারব। (প্রকাশ্যে) ছাড় মহারাজ আমাকে ছাড় । এ অভাগিনী পরাধীন, মরবার এমন অবসর আর পাব না। তুমিও মহারাজ দেবীর নিকট আপনাকে আর অপরাধী কোরো না । ( পুনৰ্ব্বার কণ্ঠে ফাস লাগাইতে উদ্যত ) রাজা –(সহৰ্ষে নিরীক্ষণ করিয়া ) একি! আমার প্রিয়া সাগরিকা যে ! (কণ্ঠ হইতে ফাস অপসারিত করিয়া দুরে নিক্ষেপ)
পাতা:রত্নাবলী নাটক.djvu/৭৩
অবয়ব