তৃতীয় অঙ্ক । را সেই সে প্রকৃত প্রেম একমাত্র তোমা পরে করেছি স্থাপিত ॥ বাস —(নিকটে আসিয়া সরোষে ) মহারাজ ! এ কথা তোমারি যোগ্য বটে ! - রাজা –( দেখিয়া অপ্রতিভভাবে ) দেবি, আমাকে অকারণে কেন তিরস্কার কচ্চ ? বেশ-সাদৃশ্যে প্রতারিত হয়ে, তোমাকে মনে করেই এখানে এসেছিলেম, আমাকে ক্ষমা কর । (চরণে পতন) বাস।–(সরোষে) ওকি কর মহাবাজ—ওঠে ওঠে ! এখনও কি মহিষীর মান রাখবার জন্য এই কষ্ট কচ্চ ? রাজা --(স্বগত) দেবী এ কথাটাও শুনেছেন দেখুচি। তবে এখন নিরুপায়—উনি যে আবার প্রসন্ন হবেন এ আশাও আর নাই । ( অধোমুখে অবস্থান ) বিদু।-দেবি ! বেশ সাদৃশ্য দেখে মনে করেছিলেম আপনিই বুঝি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তাই সখাকে আমিই এখানে ডেকে এনেছিলেম। যদি আমার কথায় বিশ্বাস না হয়, তো এই লতার ফাসটি দেখুন। (লতাপাশ প্রদর্শন ) বাস।—(সকোপে ) ওলে। কাঞ্চনমালা, এই লতাপাশ দিয়ে এই ব্রাহ্মণটাকে বেঁধে নিয়ে আয় তো, আর ঐ দুষ্ট মেয়েটাও যেন আগে-আগে যায় । কাঞ্চ —যে আজ্ঞা ঠাকরণ (বসন্তকের গলায় লতাপাশ বাধিয়া তাড়না ) হতভাগ, এখন আপনার কুকার্য্যের ফলভোগ কর। “দেবীর দুর্বচনে কান ঝালাপালা হয়ে আছে” তখন ৰে বলিছিলি এখন সে কথা মনে পড়ে তো ? সাগরিক তুমিও আগে আগে চল ।
পাতা:রত্নাবলী নাটক.djvu/৭৬
অবয়ব