বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

rֆեյ রত্নাবলী নাটক । সাগ।—(স্বগত) হায়! আমি কি পাপিষ্ঠ, ইচ্ছ-মুখে মরতেও পেলেম না ? বিদু –(সবিষাদে ) মহারাজ ! দেবীর আদেশে বন্ধন-দশায় পড়েছি —এই অনাথ ব্ৰাহ্মণকে যেন মনে থাকে । ( রাজার প্রতি দৃষ্টিপাত ) (বাসবদত্তা রাজার প্রতি দৃষ্টিপাত করিতে করিতে, সাগরিক ও বসন্তককে ধৃত করিয়া কাঞ্চনমালার সহিত প্রস্থান । ) রাজা –(সখেদে ) ওঃ ! কি কষ্ট ! কি কষ্ট ! দীর্ঘকাল রোষহেতু দেবীর বদনে নাহি আর সে মধুর মৃদ্ধ স্নিগ্ধ হাসি, সাগরিক ত্রস্তা অতি দেবীর তর্জনে, বসন্তকে লয়ে গেল বাধি’গলে ফাঁসি । সবারই বেদন প্রাণে যারই মুখে চাই, ক্ষণকাল তরে হৃদে শাস্তি নাহি পাই ॥ তবে আর এখানে থেকে কি ফল, এখন অস্তঃপুরেই বাই। দেখি দেবীকে যদি আবার প্রসন্ন করতে পারি। ( সকলের প্রস্থান । ) সঙ্কেত নামক তৃতীয় অঙ্ক সমাপ্ত ।