বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। বিদূ ।-(গ্রহণ করত নিরীক্ষণ করিয়া সবিস্ময়ে ) তিনি এই রত্ন মালাটি কোথায় পেলেন বলতে পার ? সুসং —ঠাকুর, আমারও কৌতুহল হওয়ায় আমি তাকে একবার জিজ্ঞাসা করেছিলেম । বিদূ।-তাতে তিনি কি বল্লেন ? সুসং ।—তাতে সখী উৰ্দ্ধদিকে চোখ, করে, নিঃশ্বাস ফেলে আমাকে বল্লেন, “সুসঙ্গতে, এখন তোমার এ কথায় প্রয়োজন কি”— এই বলে কঁদিতে লাগলেন । বিদু –যদিও সাগরিক নিজ মুখে বলেন নি, তবু এই বহুমূল্য দুর্লভ অলঙ্কারটি দেখে মনে হয় তিনি সন্ত্রান্ত-কুলোম্ভব। স্বসঙ্গতে, মহারাজ এখন কোথায় বল দিকি ? মুসং (—দেখ ঠাকুর, মহারাজ এই মাত্র দেবীর মহল থেকে বেরিয়ে স্ফটিক-শিল-মণ্ডপে গেলেন। আচ্ছা ঠাকুর, তুমি এখন যাও। আমিও দেবীর সেবায় চল্লেম । ( প্রস্থান ) t ইতি প্রবেশক । দৃশ্য —ম্ফটিক-শিল-মণ্ডপে রাজা আসীন। রাজা –(চিন্তা করিয়া ) কত রূপ ছল করি’ র্তার কাছে শপথ করিমু শত শত, যোগাইয়া মন তার প্রিয়-বাক্য বলি তারে তুষিলাম কত, অপ্রতিভ কত যেন র্তাহার চরণতলে হইনু পতন,