বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ማ8 রত্নাবলী নাটক । রাজা –কি ?--উজ্জয়িনীতে পাঠিয়ে দিয়েছেন ? আশ্চৰ্য্য! আমার ইচ্ছা অনিচ্ছার প্রতি দেধীর ক্রক্ষেপ মাত্র নেই। সখা কে তোমাকে এ কথা বল্লে ? বিদু —মুসঙ্গত । তা ছাড়, সাগরিক। এই রত্নমালাটি কি উদ্দেশে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন তা জানি নে । রাজা —আর কি উদেশু—আমার সাম্বনার জন্ত পাঠিয়েছেন। আচ্ছা সখা দেওদিকি দেখি । বিদু –( রত্নমালা প্রদান ) রাজা – গ্রহণ করত রত্নমালাটি নিরীক্ষণ করিয়া হৃদয়ে স্থাপন ) কণ্ঠ-আলিঙ্গন লভি’ পুম সেই কণ্ঠ হতে হয়েছে স্থলিত, তুল্যাবস্থা কিনা মোর, তাই সর্থী-সম মোরে করে আশ্বাসিত ॥ সখা, এইটি তুমি গলায় পর, তা দেখেও আমার কতকটা সাত্বন হবে । বিদু।—যে আজ্ঞে মহারাজ। ( কণ্ঠে পরিধান ) রাজা –(সাশ্রলোচনে নিঃশ্বাস ফেলিয়া ) সখা, প্রিয়ার সঙ্গে আমার আর এ জন্মে দেখা হবে না। বিদু –(সভয়ে চারিদিক অবলোকন করিয়া) মহারাজ অত চেচিয়ে কথা কবেন না ; কি জানি, দেবীর লোকজন যদি এখানে কেউ থাকে। বেক্রে-হস্তী প্রতীহারী বহন্ধরার প্রবেশ । বস্থ –(সম্মুখে আসিয়া ) মহারাজের জয় হোক। সেনাপতি