চতুর্থ জঙ্ক । ፃ¢ রুমানের ভাগিনেয় বিজয়বৰ্ম্ম কি একটা কথা নিবেদন করু বার জন্য দ্বারে উপস্থিত। রাজা –ৰ্তাকে অবিলম্বে নিয়ে এসো । বস্থ –যে আজ্ঞ মহারাজ। ( প্রস্থান করিয়া বিজয়বৰ্ম্মার সহিত পুনঃ প্রবেশ ) মহারাজ, বিজয়বৰ্ম্ম এসেছেন (বিজয়বৰ্ম্মার প্রতি ) মহাশয় আপনি মহারাজের সম্মুখে এগিয়ে যান। বিজয়।–(সম্মুখে আসিয়া ) মহারাজের জয় হোক। সৌভাগ্য ক্রমে রুমান বিজয়ী হয়েছেন। রাজা –(পরিতুষ্ট হইয়া) বিজয়বৰ্ম্মন্! কোশল-রাজ্য কি জয় হয়েছে ? বিজয় --আজ্ঞা হুঁ, মহারাজের প্রবলপ্রতাপে জ্য হয়েছে। রাজা –সাধু কমান সাধু অতি অল্প সময়ের মধ্যেই তুমি একটি বৃহৎ কাৰ্য্য সমাধা করেছ। বিজয়বৰ্ম্মন এখন বল, আমি আদ্যোপান্ত সমস্ত বৃত্তান্ত শুনতে চাই। বিজয় ।—মহারাজ শ্রবণ করুন। আমরা প্রথমে তো মহারাজের আদেশ অনুসারে এখান হতে নির্গত হই । তার পর, কিছু দিনের মধ্যেই বহুসংখ্যক গজ-অশ্ব-পদাতি প্রভৃতি দুর্জয় বৃহৎ সৈন্ত সঙ্গে নিয়ে, যেখানে কোশল-রাজ অবস্থিতি করছিলেন সেই বিন্ধ্যগিরি-দুর্গের দ্বার অবরোধ করে’ সেইখানেই সৈন্ত. সন্নিবেশ করা গেল । রাজা।—তার পর ?—তার পর ? বিজয় –তার পর, রুমানের এই আক্রমণস্পৰ্দ্ধা নিতান্ত অসহ হওয়ায়, কোশল-রাজ মহা দৰ্পে চুক্তি-ভূমিষ্ঠ নিজ অসংখ্য সৈন্য সজ্জিত করলেন ।
পাতা:রত্নাবলী নাটক.djvu/৮৪
অবয়ব