পাতা:রত্নাবলী নাটক.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্নাবলী নাটক । وی বিদু –ওগো চটপটু করে" বলে ফ্যালো না, আমার বুকটা যে ধড়াস, ধড়াস করঢ়ে । রাজা ।—তার পর, তার পর ? বিজয়।—তার পর কোশল-রাজ দৃঢ়-প্রতিজ্ঞ হয়ে বিন্ধ্য হতে বাহিরিয়া করিতে সন্মুখ যুদ্ধ হৈল উপস্থিত, অসংখ্য পদাতি-গজে দ্বিতীয় বিন্ধ্যের সম করিলা বেষ্টিত । হেনকালে রুমথান গজ পৃষ্ঠে শত্ৰ-মাঝে পড়িলা ঝাপিয়া, মদমত্ত গজরাজ চলিল আরাতি-দলে চরণে দলিয়া । হানিতে হানিতে বাণ জয়াশায় রুমান চলিলেন রুখে, মুহুর্তের মাঝে তিনি হইগেল উপস্থিত নৃপতি-সন্মুখে ॥ শস্ত্রাঘাতে শিরস্ত্রাণ করি’ লণ্ডভণ্ড, শত্রুমুও মুহূৰ্ত্তে করিলা খণ্ড খণ্ড । রক্তনদী বহে গেল, অস্ত্র-ঝন্‌ঝনা, ছুটিল কবচ হতে আগুনের কণা, মুখ্য-সৈন্ত হলে নষ্ট, আহানিলা নৃপে দর্পভরে— রাজা –কি বলিলে ?—মুখ্য সৈন্য নষ্ট মোর সম্মুখ-সমরে ? বিজয়।—এক বধিলেন সেই গজারোহী ভূপে শত শরে ॥