বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ११ বিদু —জয় মহারাজের জয়! আমাদের জয়—আমাদের জয় ! ( नृङा ) রাজা –সাধু কোশল-পতি সাধু শ্লাঘ্য তোমার মৃত্যু, সখন শক্ররাও তোমার এইরূপ পৌরুষের প্রশংসা করচে। তার পর— তার পর ? বিজয়।—মহারাজ ! তাব পর কমান আমার জ্যেষ্ঠ ভ্রাতা জয় বম্মাকে কোশল-রাজ্যে স্থাপন করে’, শস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত হস্তি-ভূয়িষ্ঠ অসংখ্য সৈন্তের সঙ্গে ধীরে ধীরে এইদিকে যাত্র করলেন। বোধ করি তিনি আগত প্রায় । রাজা।--বমুন্ধরে, যৌগন্ধরায়ণকে বল, বিজয়বৰ্ম্মাকে আমার প্রসাদ-স্বরূপ যথোচিত পারিতোষিক লেন তিনি প্রদান করেন। বন্ধ ।--যে আজ্ঞা মহারাজ। ( বিজয়বৰ্ম্মার সহিত প্রস্থান ) কাঞ্চন মালাব প্ৰবেশ । কাঞ্চ --দেবী আমাকে এই কথা বল্লেন যে, “যাও কাঞ্চনমালা, এই যাদুকরকে মহারাজের কাছে নিয়ে যাও” (পরিক্রমণ ও অবলোকন ) এই যে মহারাজ। এখন তবে ঐখানে এগিয়ে याँझे । (সম্মুখে আসিয়া ) মহারাজের জয় হোক ! মহারাজ, দেবী আমাকে এই আজ্ঞা করলেন, “উজ্জয়িনী থেকে সম্বর-সিদ্ধি নামে একজন যাদুকর এসেছে, তা কাঞ্চনমালা তুমি তাকে নিয়ে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করিয়ে দেও।” তাই মহারাজ আমি এসেচি।