বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ቁ : বিদু। মহারাজ, মনোযোগ দিয়ে দেখুন। যেরূপ বাক্যাড়ম্বর দেখছি, ও তো সবই করতে পারে। রাজা –দেখ বাপু তুমি একটু অপেক্ষ কর । কাঞ্চনমালা তুমি দেবীকে গিয়ে বল, “তোমার সেই যাদুকরটি এসেছে—আর এখানকার সমস্ত লোক জনকেও সরিয়ে দেওয়া হয়েছে—তুমি এখানে এসো, দুজনে আমরা একত্র বোসে এই ভোজবাজি দেখ ব” । কাঞ্চ —যে আজ্ঞা মহারাজ । ( প্রস্থান করিয়া বাসবদন্তরে সহিত প্রবেশ । ) বাস —দেখ, কাঞ্চনমালা, যাদুকরটি উজ্জয়িনী থেকে এসেছে বোলেই ওর উপর আমার এত টান । কাঞ্চ :-বাপের বাড়িব লোকদের উপব ঠাকরণের খুব আদর যত্ন আছে কি না, তাই। এই দিক্ দিয়ে ঠাকরণ এই দিক্ দিয়ে। কাঞ্চ —মহারাজ, দেবী এসেছেন। ( বাসবদত্তার প্রতি ) অাস্কন দেবি । বাস —(সম্মুখে আসিয়া ) জয়হোক ! রাজা ।—uদবি ! এ লোকটাতে নানাপ্রকার আস্ফালন করচে— এসো এখন এইখানে বোসে ওর কাগু-কারখানা সব দেখা যাক্ । বাস —(উপবেশন ) রাজা।—বাপু, এইবার তবে ভোজ-বাজি আরম্ভ করে দেও। যাদুকর।—যে আজ্ঞা মহারাজ। (নানাপ্রকার অঙ্গভঙ্গী করত চামর ঘুরাইতে খুৱাইতে ) হরিহর ব্ৰহ্মা আদি যত দেবগণ, আর ওই দেবরাজে করি যে দশন ।