br? বরাবলী নাটক । দেখে একু রাজসভা দাড়ায়ে নীরবে । বিস্ময়ে দেখেছি বটে সিংহল-বিভবে, তবু এ প্রকোষ্ঠ-দেশে দ্বারস্থ হইয়া গ্রাম্য-সম কুতূহলী আছি দাড়াইয়া ॥ বান্দ্রব্য।—(স্বগত) অনেক দিনের পর প্রভুকে আজ দেখব । আমার এমনি আনন্দ হচ্চে, যে কি বলব। মনে হচ্চে যেন আমার কি এক প্রকার অবস্থান্তর উপস্থিত। ভৃত্য ভাবোচিত ভযে বাৰ্দ্ধক্যের কম্প আরো অধিক প্রকাশ । একেতো অস্পষ্ট দৃষ্টি আনন্দাএ-বারি ঝরি আরো দৃষ্টি-নাশ । একেতো স্বলিত বাণি গদগদ ভাবে আরো জড়াইয়া যায়, জড়তা না করি দূর বরং এ আনন্দ হল জরার সহায় ॥ বিদু —(অগ্রবর্তী হইয়া ) এই দিকে অমাত্যবর এই দিকে। বস্তু।-( বিদূষকের কণ্ঠে রত্নমালা দেখিয়া তাহাকে চুপি চুপি) দেখ বাজবা, আমার মনে হয়, এটি সেই রত্নমালা যা মহারাজ রাজকুমারীকে যাবার সময়ে দিয়েছিলেন । বাত্র।—আজ্ঞা ই, সেই রকমটি মনে হচ্চে বটে। তবে কি বসন্ত ককে জিজ্ঞাসা করে দেখব কোথা থেকে এটি পেলেন ? বিদু —(রাজাকে দেখাইয়া ) ইনিই বৎসরাজ, অমাত্যবর সম্মুখ এগিয়ে যান।
পাতা:রত্নাবলী নাটক.djvu/৯১
অবয়ব