বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । br@ রাজা।—দেবি ধৈর্য্য ধর—ধৈর্য্য ধর । দৈবের গতি বোঝা ভার। তার সাক্ষী দেখনা কেন, পোতভগ্ন হয়েও এরা অক্ষত শরীরে আবার ফিরে এসেছেন। (বস্বভূতী ও বাভ্রব্যকে অঙ্গুলীর দ্বারা দেখাইয়া ) বাস —সে কথা ঠিক্–কিন্তু আমার কি তেমন কপাল ? রাজা –(চুপি চুপি ) বাত্রব্য, এ কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারুচি নে। বাত্র ।—মহারাজ ঐ শ্রবণ করুন 2– ( নেপথ্যে ভীষণ কোলাহল ) ("আগুন লেগেছে”—“আগুন লেগেছে’ ইত্যাদি। ) হর্ম্যোপরি জলে শিখা কনক-শিখর শোভা ধরি, জলিয়া উদ্যান-তরু তীব্র তাপে দিক যায় ভরি’ । কোথাও বা ক্রীড়া-গিরি ধূম-যোগে জলদ-শ্যামল, দাহ-ভয়াকুলা নারী, অন্তঃপুরে ভীষণ অনল । “দেবী দগ্ধ অগ্নিদাহে” যে কথা সিংহলে প্রচারিত সত্য করে’ তুলি তাহ যেন এই অগ্নি সমুখিত ॥