পাতা:রত্নাবলী নাটক.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ԽԳ বল দেখি কেন তুমি প্রকটিছ শিখার মণ্ডল ? প্রলয়-দহন-সম প্রিয়ার বিরহ-দাহে দগ্ধ যেই জন বল দেখি হে অনল কি তার করিতে পার করিয়া দহন ? বাস —হা একি হল ! আমার কথায় উনি অগ্নিকুণ্ডে কাপ দিলেন ? আমি আর কেন তবে থাকি, আমিও ওঁর সঙ্গে যাই । বিদু —(পরিক্রমণ পূৰ্ব্বক অগ্রগামী হইয়া) আমিও তবে পথ-প্রদ শক হয়ে আগে আগে যাই । বন্ধ –কি ! বৎসরাজ অগ্নি মধ্যে প্রবেশ করিলেন ? রাজকুমারীর এই বিপদ দেখে আমিই বা কি করে নিশ্চেষ্ট থাকি—ঐ প্ৰজলিত অগ্নিকুণ্ডে আমিও তবে আপনাকে আহুতি দি। কধু – ( সাশ্রলোচন) হা মহারাজ ! কেন অকারণে ভরতকুলকে সংশয়েব তুলাদণ্ডে নিঃক্ষেপ করচেন ? অথবা বৃথা বচসায় কাজ কি, আমিও প্রভুভক্তির অনুরূপ কাজ করি। (সকলের অগ্নি-প্রবেশ।) রাজা –(দক্ষিণ বাহুর স্পন্ন উপলব্ধি করিয়া) এরূপ অবস্থায় আমার শুভফল কিরূপে ঘটবে ? (সম্মুখে অবলোকন এবং হর্ষ ও উদ্বেগ-সহকারে ) এই যে ! সাগরিক অগ্নির নিকটবৰ্ত্তা, আমি এখনি গিয়ে ওঁকে উদ্ধার করি।