3 е রত্নাবলী নাটক । বিদু।–দেখুন মহারাজ, কিছু মাত্র সন্দেহ নেই, এ নিশ্চয় সেই ঐন্দ্রজালিক ব্যাপার। মনে নেই মহারাজ ?—সে যাদুকর ব্যাটা বলেছিল “আমার আর একটা খেলা আছে, তা মহারাজের অবিশ্যি করে দেখতে হবে” –এই সেই খেলা আর কি। রাজা’।—দেবি ! তোমার আদেশ-ক্রমেই সাগরিককে এখানে আনা হয়েছে । বাস —( হাসিয়া ) মহারাজ ! সে সব আমি জানি । বস্থ –(সাগরিকাকে দেখিয়া চুপি চুপি ) দেখ বান্দ্রব্য, আমাদের রাজকুমারীর সহিত এর বিলক্ষণ সাদৃশ্য আছে না ? বাত্র।—ই, আমারও তাই মনে হয়। বসু —( প্রকাশ্যে রাজার প্রতি ) এই কন্যাটি কোথা হতে পেলেন মহারাজ ? রাজা –দেবী জানেন। বস্থ –দেবি ! এই কন্যাটিকে কোথা হতে পেলেন ? বাস।– দেখ অমাতা, সাগর হতে পাওয়া গেছে এই কথা বোলে ধৌগন্ধরায়ণ একে আনার হাতে সোপে দিয়েছিলেন। তাই একে আমরা সাগরিক বলে ডাকি । রাজা –(স্বগত) কি ?—যৌগন্ধরায়ণ মহিষীর হাতে সোপে দিয়েছিলেন ? আমাকে না জানিয়ে তিনি কি কিছু করবেন ? বস্ব।-(চুপি চুপি ) দেখ বাত্রব্য, বসন্তকের গলায় রত্নমালী ও সাগরিকাকে সাগর হতে পাওয়া—এ দুটোই মিলচে, অতএব ইনিই নিশ্চয় সিংহলেশ্বরের দুহিত রত্নাবলী । (নিকটে আসিয়া প্রকাশে ) বৎসে রাজকুমারি রত্নাবলি ! তোমায় এই রূপ অবস্থা হয়েছে ?
পাতা:রত্নাবলী নাটক.djvu/৯৯
অবয়ব