পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৯৭ ) সিন্ধু । খেমটা । আজ আস্বে শু্যাম গোকুলে ফিরে । আবার বাজবে বঁশি যমুনাতীরে । আমরা কি করব ? কি বেশ ধরব ? কি মাল। পরব ? বঁচিব কি মরব সুথে ? কি তারে বলব ? কথা কি রবে মুখে ? শুধু তার মুখপানে চেয়ে চেয়ে দাড়ায়ে ভাস্ব নয়ন নীরে । ৯৬ ৷ বেলাবলী । ঢিমা তেতাল । মনে যে আশা লয়ে এসেছি হল না হল না হে, ওই মুখপানে চেয়ে ফিরিমু লুকাতে অাখিজল বেদন রহিল মনে মনে । 영