পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০৭ } রাখ যদি ভালবেসে চিরপ্রাণ পাইবে সে, ফেলে যদি যাও তবে বঁচিবে কি ও ! ১০৬ ৷ বাউলের সুর। ক্ষ্যাপী তুই, আছিস আপন খেয়াল ধরে। যে অংসে তোমার পাশে সবাই হাসে দেখে তোরে । জগতে যে যার অাছে আপন কাজে দি বানিশি, তারা পায়না বুঝে তুই কি খুজে ক্ষেপে বেড়াস্ জুনম ভোরে। তোর নাই অবসর নাইক দোসর ভবের মাঝে, তোরে চিনতে যে চাই সময় না পাই নানান কাজে। ওরে তুই কি শুনাতে এত প্রাতে মরিস ডেকে, এ যে বিষম জ্বালা ঝালtফাল, দিবি সবায় পাগল করে ।