পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , o b ) ওরে তুই, কি এনেছিস্ কি টেনেছিস্ ভাবের জালে, তার কি মূল্য আছে কারে কাছে কোনো কালে ! আমরা লাভের কাজে হাটের মাঝে ডাকি তোমায়, তুমি কি স্বষ্টিছাড়া নাইক সাড়। রয়েছ কোন নেশার ঘোরে। এ জগৎ আপন মতে আপন পথে চলে যাবে, বসে তুই আরেক কোণে নিজের মনে নিজের ভাবে, ওরে ভাই ভাবের সাথে ভবের মিলন হবে কৰে ! মিছে তুই তারি লাগি আছিস্ জাগ ন। জানি কোন আশার জোরে । ১০৭ ৷ পিলু বারোয় । একতাল।। মোরা জলে স্তলে কতই ছলে মায়াজাল গাথি । মোর স্বপন রচনা করি, অলস নয়ন ভরি,