পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२१ ) চির জীবন পাষাণীরে, ভাসালি অ’াখিনীরে চিরজীবন দু:খানলে দহেছি। অর্ণধার দেখে তরাসেতে চাহিলাম তোর কোলে fi যেতে, আমারে ত কোলে তুলে নিলিনে ! মা-হারা বালকের মত কেঁদে বেড়াই অবিরত এ চোখের জল মুছায়ে ত দিলিনে ! সস্তানেরে ব্যথা দিয়ে যদি মা তোর জুড়ায় হিয়ে ভাল, ভাল, তাই তবে হোক্, অনেক দুঃখ সয়েছি। ᎼᎽ ?a li রামপ্রসাদীসুর । আমিই শুধু রইনু বাকি ! যা ছিল তা গেল চলে, রৈল যা তা কেবল ফাকি ! আমার বলে ছিল যারা আর ত তারা দেয় না সাড়,