পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( **२ ) মহা আনন্দে পুলক কায়, । গঙ্গ। উথলি উছলি যায়, ভালে শিশুশশি হাসিয়া চায়, জটাজুট ছায় গগনে। ১৫৭ ৷ বেহাগড় । বীপতাল । দেখ চেয়ে দেখ ঐ কে এসেছে ! চাদের আলোতে কার হাসি হাসিছে ? হৃদয় দুয়ার খুলিয়ে দাও, প্রাণের মাঝারে তুলিয়ে লও, ফুলগন্ধ সাথে তার সুবাস ভাসিছে । ১৫৮৫ পূরবী। কাওয়ালি । ঐ কে অামায় ফিরে ডাকে ! ফিরে যে এসেছে তারে কে মনে রাখে } আমি চলে এমু বলে কার বাজে ব্যথা ।