পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( לו ל ) উপায় না দেখি আর এ তরঙ্গ হোতে। দাঁড়াতে পাইনে স্থান, ফিরিতে না পারে প্রাণ বায়ুবেগে চলিয়াছি সাগরের পথে । জানিতুন গুনিমুনা কিছুনা ভাবিনু অন্ধ হোয়ে একেবারে তাহে বাপ দি ! এতদূরে ভেসে এসে ভ্রম যে বুঝেছি শেষে, এখন ফিরিতে কেন হয়গো বাসন ? আগে ভাগে অতাগিনী কেন ভাবিলি না ? এখন যে দিকে চাই কুলের উদেশ নাই সম্মুখে আসিছে রাত্রি অধিার করিছে ঘোর। স্রোত-প্রতিকূলে মেতে, বল ষে নাই এ চিতে শ্ৰান্ত ক্লান্ত অব হোয়েছে হৃদয় মোর ! ১৬৯ ৷ মিশ্র ছায়ানট । কাওয়ালি। কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস ? কেন গো বিষন্ন অধি আমি যবে কাছে থাকি ?