পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( sis ) জনমেও এ পোড়া ভালে কোন আশা মিটিল না ! ধদি বা সে আসে সখি, কি হবে আমার তায়, সে ত মোরে, স্বজনি লে ভাল কভু বাসে না । - জানি লো! ভাল ক’রে কবে না কথা, চেয়েও না দেখিবে, বড় আশা ক’রে শেষে পূরিবে না কামনা । ১৭৪ ৷ সিন্ধু কাফি । আড়াঠেকা । কেহ কারো মন বুঝে না কাছে এসে সরে যায়, সোহাগের হাসিটি কেন চোথের জলে মরে যায় ! বাতাস যখন কেঁদে গেল প্রাণ খুলে ফুল ফুটিল না, সাজের বেলায় একাকিনী কেনরে ফুল ঝরে যায়। মুখের পানে চেয়ে দেখ, অথিতে মিলাও অাখি, মধুর প্রাণের কথা প্রাণেতে রেখন ঢাকি।