পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l মৃদুর স্বপন ভেসে ভেসে । ঘুমঘোরময় মুখের আবেশ । প্রাণের কোথায় জাগিছে । । চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পার্থী, সারাদিন ধরে বকুলের ফুল ঝ’রে পড়ে থাকি থাকি ! মধুর আলস, মধুর আবেশ, মধুর মুখের হাসিটি, মধুর স্বপনে প্রাণের মাঝাৱে বাজিছে মধুর বাশিটি । ১৯৮ ॥

  • @