পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ۰۰ه ) . সিদ্ধ। একতাল। বঁাশী বাজাতে চাহি বঁাশী বাজিল কই ? বিহরিছে সমীরণ কুহরিছে পিকগণ, মথুরার উপবন - কুসুমে সাজিল ওই। বাঁশরী বাজাতে চাহি ப' বাঁশরী বাজিল কই ? বিকচ বকুল ফুল দেখে যে হতেছে ভুল, কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায় ! এ নহে কি বৃন্দাবন ? কোথা সেই চন্দ্রীনন,