পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২১১ ) পিছায়ে ষে আছে তারে ডেকে নাও নিয়ে ষাও সাথে করে, । কেহ নাহি আসে একা চলে যাও মছত্ত্বের পথ ধ’রে । পিছু হতে ডাকে মায়ার কাদন, ছিড়ে চলে যাও মোহের বাধন, সাধিতে হইবে প্রাণের সাধন মিছে নয়নের জল ভাই ! আগে চল্ আগে চলু ভাই! চির দিন আছি ভিখারীর মত জগতের পথ পাশে, যারা চলে যায় কৃপা চক্ষে চায়, পদ ধূল উড়ে আসে।