পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২১৪ ) আপনি করিনে আপনার কাজ, করি) পরের পরে অভিমান ! (ছিছি) পরের কাছে অভিমান । (ওগো) আপনি নামও কলঙ্ক পসরা যেওনা পরের দ্বার ; পরের পীয়ে ধরে মান ভিক্ষণ করা সকল ভিক্ষার ছার । দাও দাও ব’লে পরের পিছু পিছু কঁাদিয়ে বেড়ালে মেলে না ত কিছু, (যদি) মান পেতে চাও, প্রাণ পেতে চাও প্রাণ অাগে কর দান ৷ ২১১ a 蛇 জয় জয়ন্তী । তোমারি তরে মা সঁপিতু দেহ তোমারি তরে মা সপিমু প্রাণ